Tuesday, September 15, 2009

ফিরে দেখা পপ সম্রাট মাইকেল জ্যাকসন


))))))ফিরে দেখা পপ সম্রাট মাইকেল জ্যাকসন((((((


১৯৫৮। ২৯ আগস্ট ইন্ডিয়ানার গ্যারিতে জন্ম।


১৯৬২। ভাইদের সঙ্গে প্রথম সঙ্গীতানুষ্ঠান, ‘দি জ্যাকসন ফাইভ’


১৯৬৯। বিখ্যাত সংস্থা ‘টামলা মোটাউন’-এর সঙ্গে চুক্তি। বিখ্যাত গান ‘এবিসি’ ‘আইল বি দেয়ার’


১৯৭০। প্রথম একক সঙ্গীতানুষ্ঠান।


১৯৭০। কুইন্সি জোন্সের প্রযোজনায় ‘অফ দি ওয়াল’অ্যালবামের মুক্তি। ১কোটি ১০ লক্ষ অ্যালবাম বিক্রি হয়।


১৯৮২। ‘বিলি জিন’ ও ‘বিট ইট’খ্যাত ‘থ্রিলার’ অ্যালবাম প্রকাশ, পৃথিবী জুড়ে পাঁচ কোটি অ্যাবাম বিক্রি হয়।


১৯৮৪। পেপসির বিজ্ঞাপনে কাজ করার সময় আগুনে মুখ অগ্নিদগ্ধ।


১৯৮৫। জন লেনন এবং পল ম্যাকার্টনির সংস্থা ‘এটিভি মিউজিক’ কিনে নেন চার কোটি পঁচাত্তর লক্ষ ডলারে।


১৯৮৫। আফ্রিকার ক্ষুর্ধাত মানুষের সংগ্রামের পক্ষে গান লেখেন ‘উই আর দি ওয়ার্ল্ড’।


১৯৮৭। প্রকাশিত হয় ‘ব্যাড’। বিক্রি হয় দু’কোটি সাত লক্ষ কপি।


১৯৮৮। আত্মজীবনী ‘মুনওয়াক’এর প্রকাশ।


১৯৯০। প্রথম সার্জিক্যাল মুখোশের ব্যবহার প্রকাশ্য অনুষ্ঠান।


১৯৯২। বের হয় ‘ডেনজারাস’। বিক্রি হয় দু’কোটি কুড়ি লক্ষ কপি।


১৯৯৩। বালক নিগ্রহের অভিযোগে আদালতে, রেহাই।


১৯৯৪। গায়ক এলভিস প্রিসলের মেয়ে লিজা মেরি প্রিসলেকে বিয়ে।


১৯৯৫। ‘হিস্ট্রি’ অ্যালবামের প্রকাশ।


১৯৯৬। দ্বিতীয় বিয়ে ডেবি রোয়াকে। পরবর্তী তিন বছরে পুত্র-কন্যা প্রিন্স মাইকেল ও প্যারিস মাইকেল ক্যাথরিনের জন্ম।


২০০১। ‘ইনভিন্সিবল’ অ্যালবামের মুক্তি।


২০০২। অ্যাফ্রে-মার্কিন শিল্পীদের পক্ষে জেহাদ।


২০০২। তৃতীয় সন্তান প্রিন্স মাইকেলকে বিপজ্জনভাবে বার্লিনের হোটেলের বারান্দা থেকে ভক্তদের দেখানোর অভিযোগে আদালতে।


২০০৩। সদবি গ্যালারির প্রাপ্র ১৭ লক্ষ ডলার না দেওয়ায় অভিযুক্ত।


২০০৫। মামলা শুরু। পরে অভিযোগ থেকে মুক্তি।


২০০৯। জুলাইয়ে লন্ডনে ‘কামব্যাক’ কনসার্টের ঘোষণা। ক্রমশই অনুষ্ঠানের সূচি পরিবর্তন।


২০০৯। ২৫ জুন হৃদরোগে মৃত্যু।-----------------------------১৯৯৬ সালের ১ নভেম্বর ভারতের মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে মাইকেল জ্যাকসন একটি কনসার্ট করেন।------------------------------আগামী ১৪ জুলাই লন্ডনে জ্যাকসনের একটি কনসার্ট হওয়ার কথা ছিলো।------------------------------

tiger